ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ॥দীর্ঘ যানজট ও দুর্ভোগ
  • আবুল হোসেন
  • ২০২০-০৮-০৬ ১৪:০৫:৪৬

প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর হাজার হাজার মানুষ। এর পাশাপাশি ঈদের আগে-পরে ৭দিন পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকার পর সেগুলোর চলাচল শুরু হয়েছে। এতে ঘাটের উপর ব্যাপক চাপ পড়েছে। 
  এছাড়া নদীতে স্রোত থাকায় ফেরীতে যানবাহন পারাপারেও সময় বেশী লাগছে। এসব কারণে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
  গতকাল ৬ই আগস্ট দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে নদী পারাপারের অপেক্ষমান যানবাহন আটকে রয়েছে। এগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ীও রয়েছে। দীর্ঘক্ষণ আটকে থাকায় এসব যানবাহনের যাত্রী, চালক ও শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অপরদিকে ঘাটের উপর চাপ কমাতে গোয়ালন্দ মোড় এলাকায় হাইওয়ে পুলিশ কয়েকশ’ অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকে রেখেছে।
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া ঘাটের উপর যাত্রী ও যানবাহনের চাপ থাকার পাশাপাশি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের গতি বেড়ে যাওয়ায় ফেরী পারাপারে সময় বেশী লাগছে। এতে ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। 
  দৌলতদিয়া ঘাটে কর্মরত রাজবাড়ী ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, ঈদের পর ঢাকামুখী যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। কাঁচামাল বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে। ব্যক্তিগত গাড়ীগুলো পদ্মার মোড় হয়ে বিকল্প রাস্তা দিয়ে ফেরীতে উঠছে। আমরা ঘাট এলাকা যানজটমুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ