ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার সংলগ্ন রথখোলা সড়কের একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ জব্দ এবং গোডাউন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১০ই আগস্ট দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় গোডাউনটি থেকে ২৫০ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ এবং গোডাউন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ, সহকারী পরিচালক মাহফুজুর রহমান, পরিদর্শক জাহিদ হাসান এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।