ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ভিপি নূরের গ্রেফতার ও শাস্তির দাবীতে রাজবাড়ীতে মুক্তযুদ্ধ মঞ্চের মানববন্ধন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৮-১৩ ১৫:৪৭:০৭
গণভবন ও বঙ্গভবন দখলের হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে সাবেক ভিপি নূরুল হক নূরের গ্রেফতার ও শাস্তির দাবীতে গতকাল ১৩ই আগস্ট রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’-এর জেলা শাখার নেতাকর্মীরা -মাতৃকণ্ঠ।

গণভবন ও বঙ্গভবন দখলের হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের গ্রেফতার ও শাস্তির দাবীতে গতকাল ১৩ই আগস্ট বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সংগঠনের জেলা শাখা। 
  সংগঠনের জেলা শাখার সভাপতি জয় মিজি, সহ-সভাপতি জাকির প্রামানিক, সাব্বির আহম্মেদ আসাদ, সাধারণ সম্পাদক নাহিদ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় শেখ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রানা, আব্দুল আলিম মোল্লা ও প্রচার সম্পাদক সজীব মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ গণভবন ও বঙ্গভবন দখলের হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ