মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’ আজ ১৫ই আগস্ট থেকে আগামী ১৭ই আগস্ট পর্যন্ত ৩দিন ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে যুক্ত হয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের নিকট প্রদর্শনের জন্য অবস্থান করবে।
গতকাল ১৪ই আগস্ট রাজবাড়ী জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ(ফপ ৎধলনধৎর) থেকে বিষয়টি সকলের অবগতির জন্য অবহিত করা হয়।
গত ২৭শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ট্রেনের বগিতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর (একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ) উদ্বোধন করেন। এরপর থেকে জাদুঘর ২টি বিভিন্ন ট্রেনের সাথে সংযুক্ত করে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনে অবস্থান করিয়ে জনসাধারণের নিকট প্রদর্শন করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী ব্রডগেজ বগির জাদুঘরটি আগামী ২২ ও ২৩শে আগস্ট ২দিন রাজবাড়ী এক্সপ্রেস/২৬ ডাউন ট্রেনের সাথে সংযুক্ত হয়ে পাংশা রেলওয়ে স্টেশনে এবং ২৮ ও ২৯শে আগস্ট ২৬ ডাউন ট্রেনের সাথে সংযুক্ত হয়ে কালুখালী জংশনে জনসাধারণের নিকট প্রদর্শনের জন্য অবস্থান করবে।