রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি(৫৮) আর নেই। গতকাল ১৮ই আগস্ট রাত ৯টার দিকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আলী হোসেন পনি রাজবাড়ী জেলা যুবলীগের সর্বশেষ নির্বাচিত সভাপতি(১৯৯৭)। তিনি রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সের স্বামী। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে আলী সাদ্দাম রুদ্র জানায়, তার পিতা আলী হোসেন পনি দীর্ঘ ৭/৮ বছর যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। গত ৯ই আগস্ট তিনি রাজবাড়ী শহরের বড়পুলের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার আগে চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে চিকিৎসার পরামর্শ দেওয়া হলে দেশে ফিরে তারা তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেন। গত ১৬ই আগস্ট তাদের সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও তার পিতা পনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানের টিকিট পরিবর্তন করে ৩০শে আগস্ট করা হয়। কিন্তু তার অবস্থার ক্রমাবনতি হতে থাকে এবং আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মরহুম আলী হোসেন পনি গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম আক্তার উদ্দিন মিয়ার পুত্র। তিনি ১৯৭০ ও ১৯৭৯ সালে গোপালগঞ্জের কাশিয়ানি এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
একসময়ের রাজপথ কাঁপানো এই যুবলীগ নেতার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গভীর শোক প্রকাশ করেছেন।