ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বালিয়াকান্দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৮-১৯ ১৬:১১:৪৩

সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে গতকাল ১৯শে আগস্ট বেলা ১১টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত রায়, বালিয়াকান্দি মহাশশ্মান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার, সাবেক সভাপতি সাংবাদিক তনু সিকদার সবুজ, সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দনসহ কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
  শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ