জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী এবং ফরিদপুরের খেয়া সাংস্কৃতিক সংস্থার যৌথ আয়োজনে গতকাল ১৯শে আগস্ট সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও একক নাটক মঞ্চায়ন করা হয়।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, নাট্যকার ও নির্দেশক ম. নিজাম, অধ্যাপক আলতাফ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, মাদারীপুর জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন ও রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মাননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন-বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম খান এবং করোনা যোদ্ধা ডাঃ ওয়াজেদ জামিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক একক নাটক ‘ফেরা’ পরিবেশন করে ফরিদপুরের খেয়া সাংস্কৃতিক সংস্থা। নাটকটির রচয়িতা ও নির্দেশক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম.নিজাম এবং অভিনয়ে ছিলেন নিরব ইমতিয়াজ শান্ত। তাদেরকেও আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।