রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি’র জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ১৯শে আগস্ট বাদ জুম্মা দুপুর পৌনে ৩টায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে তার মরদেহ ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে মরহুমের স্মৃতিচারণ ও আত্মার মাগফেরাত কামনা করে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর জলিল, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, প্রয়াত আলী হোসেন পনি’র বড় ভাই মনিরুল হাসান মিয়া ও ছেলে আলী সাদ্দাম রুদ্র সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাযার নামাজে আনার পূর্বে প্রয়াত পনি’র মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জানাযার নামাজের পূর্বে রেলওয়ে ঈদগাহ ময়দানেও মরদেহে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, আলী হোসেন পনি গত ১৮ই আগস্ট রাত সাড়ে ৯টায় রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। ইতিপূর্বে ভারতের চেন্নাইতে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ৩০শে আগস্ট তার সিঙ্গাপুরের ফ্লাইট নির্ধারিত ছিল। আলী হোসেন পনি’র পিতা মরহুম আক্তার উদ্দিন মিয়া বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানী আসন থেকে তিনি ১৯৭০ ও ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মা আওয়ামী লীগের নেত্রী ছিলেন। আলী হোসেন পনি রাজবাড়ীতে স্থায়ী বসবাস শুরু করেন। নব্বইয়ের দশকে দলের দুঃসময় ও কঠিন আন্দোলন-সংগ্রামের সময়ে রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শোক ঃ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি গতকাল ১৯শে আগস্ট এক শোক বিবৃতিতে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম আলী হোসেন পনি’র পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।