শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ১৯শে আগস্ট বিকালে রাজবাড়ী জেলা প্রশাসন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহরের বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।