ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজে পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে হিটু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-২৮ ১৪:২৭:৫১
রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজে গতকাল ২৮শে আগস্ট পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ায় জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিম হিটুকে ফুলেল শুভেচ্ছা জানায় গভর্নিং বর্ডির সদস্য ও শিক্ষক মন্ডলী -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক চৌধুরী আহসানুল করিম হিটু।
   গতকাল ২৮শে আগস্ট বেলা ১১টার দিকে তিনি কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক, অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ মোখলেছুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য রোখসানা পারভীন, নূরুল ইসলাম বকুল ও সাঈদা খানমসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 
  গত ১৬/০৫/২০২১ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’র বেসরকারী কলেজ শাখার সহকারী পরিচালক মোঃ আবদুল কাদেরের স্বাক্ষরিত পত্রে (স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.১২.০০৮.২০.২৩৯, তারিখ-১৬/০৫/২০২২ ইং) জ্যেষ্ঠতার ক্রমের ১৬তম শিক্ষক আতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ায় নীতিমালা লঙ্ঘনের বিষয়টি উল্লেখ করে তাকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠতম শিক্ষক চৌধুরী আহসানুল করিমকে অনতিবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করতে নির্দেশ দেয়া হয়। কিন্তু তৎকালীন গভর্নিং বডি’র সভাপতি জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফকীর আব্দুল জব্বার মাউশি’র নির্দেশনা অমান্য করে আতিয়ার রহমানকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বহাল রাখেন। এ জন্য মাউশি’র নির্দেশে কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন স্থগিত হওয়াসহ অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর মাউশি’র নির্দেশিত কার্যক্রম স্থগিত চেয়ে আতিয়ার রহমানকে দিয়ে হাইকোর্টে রিট মামলা করানো হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এ অবস্থায় গভর্নিং বডি’র মেয়াদ শেষ হয়ে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফকীর আব্দুল জব্বার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসকে বাদ দিয়ে ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এডঃ সানজিদা খানমকে সভাপতি এবং সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হককে বিদ্যোৎসাহী সদস্য করে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন গভর্নিং বডি মাউশি’র নির্দেশনা বাস্তবায়নসহ কলেজের বিদ্যমান অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয়। বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান সার্বিক পরিস্থিতি অনুধাবন করে হাইকোর্টে দায়ের করা রিট মামলাটি প্রত্যাহার করে নেন এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য গভর্নিং বডি বরাবর আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ২৬শে আগস্ট অনুষ্ঠিত গভর্নিং বডির সভায় আতিয়ার রহমানকে অব্যাহতি দিয়ে বিধি অনুযায়ী চৌধুরী আহসানুল করিমকে পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। 
   এ ব্যাপারে সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম বলেন, কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ আবুল হোসেন সাহেব কলেজের বিদ্যমান সংকটে উদ্বিগ্ন ছিলেন। গভর্নিং বডি’র বর্তমান সভাপতি কলেজের প্রতিষ্ঠাতার আত্মীয় সাবেক এমপি এডঃ সানজিদা খানম দায়িত্ব নেয়ায় কলেজের প্রতিষ্ঠাতাও স্বস্তি পেয়েছেন। ইতিমধ্যে বর্তমান সভাপতির দিক-নির্দেশনায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে এসেছে। ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি, সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, মাসিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ইত্যাদি কার্যক্রমের ফলে খুব দ্রুতই কলেজের শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আমি আশা করি। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমাকে দায়িত্ব দেয়ায় কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহোদয়সহ গভর্নিং বডি’র সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আজ থেকে এসএসসি-সমমান পরীক্ষা শুরু॥রাজবাড়ী জেলায় পরীক্ষার্থী ১৪৪৩০ জন
রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০ টাকা ও প্লেট নম্বরের দাবীতে বিক্ষোভ মিছিল॥স্মারক লিপি পেশ
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
সর্বশেষ সংবাদ