ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির স্বাস্থ্য ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৮-২৯ ১৪:৪০:৩৩

বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির রাজবাড়ী জেলা শাখার স্বাস্থ্য ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
  গতকাল ২৯শে আগস্ট বিকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
  সিভিল সার্জনের কার্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী রুবেল খানের সভাপতিত্বে এবং সমিতির জেলা শাখার সহ-সভাপতি ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় সভায় সমিতির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক বাসুদেব কুমার সরকার, প্রধান উপদেষ্টা আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর, সমিতির শিক্ষা ইউনিটের সভাপতি ইউসুফ শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  ৯সদস্য বিশিষ্ট কমিটিতে মীর মোহাম্মদ আলী আজাদ সেলিমকে আহ্বায়ক, রুবেল খানকে সদস্য সচিব এবং মাহফুজা আফরোজ, আব্দুল আল বাকী, মাসুদ রানা, মোমেনা খাতুন, আব্দুস ছালাম, ঊষা রাণী এবং রবি দাসকে সদস্য করা হয়েছে। 
  উল্লেখ্য, আগামী ১২ই সেপ্টেম্বর রাজবাড়ী সদর হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জনের কার্যালয়, সদর হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও মাতৃমঙ্গল কেন্দ্রের (ম্যাটার্নিটি)-এই ৪টি প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে সমিতির স্বাস্থ্য ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ