ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৮-২৯ ১৪:৫৪:০০
রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন গতকাল ২৯শে আগস্ট বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৯শে আগস্ট বিকাল ৩টায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
  জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ রুহুল আমীনের সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানার সঞ্চালনায় সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া ও সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আমান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ রুহুল আমীন শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে বলেন, জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আমরা আন্তরিকভাবে গরীব-অসহায় মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। এ জন্য ভালো লাগে যে প্রশাসন, সরকারী দপ্তরসহ সবাই আমাদেরকে সহযোগিতা করে। তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইডের কার্যক্রম জোরদার এবং ঠিকমতো প্রচারণা চালালে এই কার্যক্রম আরও ফলপ্রসু হবে। জেলা লিগ্যাল এইড কর্মকর্তাকে বলবো তৃণমূল পর্যায়ে যেসব উঠান বৈঠক ও সমাবেশ হয় সেগুলোতে আরও বেশী করে অংশগ্রহণ করার জন্য। তাতে লিগ্যাল এইডের কার্যক্রম ও প্রচারণা আরও বৃদ্ধি পাবে।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ