ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
কালুখালীর মদাপুর ইউপির বিল মানুষমারি-সংগ্রামপুরের রাস্তা সংস্কারের ই-টেন্ডার নোটিশ প্রকাশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-৩০ ১৪:৪৫:৪৫
ফাইল ফটো ঃ ছবিতে বামে বেহাল অবস্থায় বিল মানুষমারি-সংগ্রামপুর মুক্তিযোদ্ধা সড়ক এবং ডানে প্রকাশিত এলজিইডি’র ই-টেন্ডার নোটিশ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি-সংগ্রামপুর মুক্তিযোদ্ধা সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের জন্য ই-টেন্ডার নোটিশ প্রকাশ করেছে এলজিইডি। 

 গত ২৯শে আগস্ট রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই বিল মানুষমারি-সংগ্রামপুর মুক্তিযোদ্ধা সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের জন্য ই-টেন্ডার নোটিশ প্রকাশ করেছে যা গতকাল ৩০শে আগস্ট দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়।

 রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার এলাকাবাসীরা জানায়, মদাপুর বিল মানুষমারি-সংগ্রামপুরের এই রাস্তাটি সংস্কার করার জন্য তাদের দীর্ঘদিনের দাবি ছিল। রাস্তাটির অনেক বেহাল অবস্থা ছিল সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল রাস্তাটি। অবশেষে রাস্তা সংস্কার ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়ায় তারা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী এলজিইডি এবং মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 বালিয়াকান্দিতে গলাকেটে কৃষক হত্যা চেষ্টা আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
 গোয়ালন্দে বাড়ছে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব॥আতঙ্কিত কৃষক ও খামারীরা
 মাটিপাড়া বাজারে ধূমপান ও তামাক  পণ্য আইনে মোবাইল কোর্টে জরিমানা
সর্বশেষ সংবাদ