উৎসবমুখর পরিবেশে গতকাল ২রা সেপ্টেম্বর রাজবাড়ী জেলা ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী শহরের শ্রীপুরস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যকরী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাদের মধ্যে সভাপতি পদে আব্দুর রহিম বেপারী(ছাতা), আঃ কুদ্দুস খান(চেয়ার), নজরুল ইসলাম(ট্রাক) ও হাবিবুর রহমান(আনারস); কার্যকরী সভাপতি পদে জাহিদ শেখ(ফুটবল) ও সিরাজুল ইসলাম(মাছ); সহ-সভাপতি পদে আলী মিয়া(বটগাছ), আসাদুজ্জামান সরদার(মোরগ) ও হাসেম মিয়া(আম); সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মন্ডল(গরুর গাড়ী), মুক্তার হোসেন(বাইসাইকেল) ও লোকমান হোসেন মনির(প্রজাপতি); সহ-সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম(কুঁড়েঘর), আঃ রহিম মিয়া(টায়ার) ও রাজীব মন্ডল(বাঘ); কোষাধ্যক্ষ পদে ইব্রাহীম প্রামানিক(কম্পিউটার), ফারুক হোসেন(কলস) ও সহিদুল ইসলাম(দোয়াত কলম); সাংগঠনিক সম্পাদক পদে ফারুক মন্ডল(উড়োজাহাজ), মারুফ রানা (শাপলা ফুল) ও শাহিন মিয়া(মই); সড়ক সম্পাদক পদে বাচ্চু সরদার বাবু(রিক্সা) ও শাহাজদ্দিন পাটোয়ারী(ডাব); দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন(দোয়েল পাখি) ও জামাল বিশ্বাস (হরিণ); প্রচার সম্পাদক পদে নায়েব আলী(বক) ও আক্কাস মিয়া(টেলিফোন) এবং কার্যকরী সদস্য পদে জিলহজ শেখ(চশমা), শরীফ ফকির(স্টিয়ারিং), সুজন পারভেজ(মোটর সাইকেল), সেলিম মন্ডল(টিউবওয়েল) ও সহিদ সরদার(মাইক্রোবাস) প্রতীকে নির্বাচনে অংশ নেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের জাকির, প্রিজাইডিং অফিসার হিসেবে শেখ মনির হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে ইউসুফ হাওলাদার, মিরাজুল ইসলাম ও মোতালেব হোসেন মুক্তার দায়িত্ব পালন করেন।
সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করে। রাত ৯টার দিকে এই সংবাদ লেখার সময় পর্যন্ত নির্বাচনের ভোট গণনা চলছিল।
প্রিজাইডিং অফিসার হিসেবে শেখ মনির হোসেন জানান, সংগঠনের মোট ৯৭৫ জন ভোটারের মধ্যে ৯০ শতাংশ ভোট কাষ্টিং হয়েছে।