ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-ঢাকা বিআরটিসি’র বাস চালুর দাবীতে ডিসির নিকট স্মারকলিপি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-০৫ ১৫:০০:৩৩
পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-ঢাকা রুটে বিআরটিসি’র বাস চালুর দাবীতে গতকাল ৫ই সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ -মাতৃকণ্ঠ।

পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-ঢাকা রুটে বিআরটিসি’র বাস চালুর দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
  গতকাল ৫ই সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খানের নিকট স্মারকলিপিটি প্রদানকালে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি খোকন মাহমুদ, নাগরিক কমিটির শিক্ষা-সাহিত্য সম্পাদক মহিতুজ্জামান বেলাল, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন ও সমাজকর্মী সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুন উপস্থিত ছিলেন।
  রাজবাড়ীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণী-পেশার ২৮ জনের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধন হলেও এখন পর্যন্ত রাজবাড়ী-ঢাকা রুটের কোনো বাস পদ্মা সেতু হয়ে চলাচল করছে না। এর ফলে রাজবাড়ীর মানুষ ঢাকার সাথে সহজ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় রাজবাড়ী-ঢাকা রুটে বিআরটিসি’র বাস চালু করা হলে যাতায়াত অনেক সহজ হবে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ