রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইলে রাস্তা পাকাকরণ কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে কাজটি দ্রুত শেষ করার দাবী জানিয়েছে।
জানা গেছে, পাংশা উপজেলা এলজিইডি’র অধীনে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সলুয়া গ্রামের মালঠিপাড়া থেকে বড়খোলা পর্যন্ত ২কিলোমিটারের কিছু বেশী সড়কটির পাকাকরণ কাজ চলছে। ১ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ করছে মেসার্স ইউনুস এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজটির তদারকির দায়িত্ব রয়েছে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান।
সরেজমিনে গেলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত রমজান মাসে সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়েছে। শুরু থেকেই মাঝে মাঝে কাজ বন্ধ করে রাখে। কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম করে আসছে ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণ কাজ চলাকালীন বেশীরভাগ সময়ই থাকে না কাজের তদারকি কর্মকর্তা। কাজ শুরুর দিকে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের পাশাপাশি নি¤œমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোসলেম উদ্দিন মন্ডল বলেন, যে খোয়া দিয়ে কাজ করা হচ্ছে তা খুবই নি¤œমানের। আমরা এলাকার লোকজন অনেকবার বলেছি। কিন্তু তারা আমাদের কথা আমলে না নিয়ে বলে এর থেকে ভালো খোয়া দেশে নাই
বিপুল হোসেন বলেন, ২-৩ নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করছে। যে ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে তা হাত দিয়েই ভেঙ্গে ফেলা যাচ্ছে। একেবারে পোড়া মাটির মতো। এই রাস্তা ১ বছরও টিকবে না।
আতর আলী মোল্লা বলেন, আমাদের বাড়ী নদী এলাকায়। এ জন্য রাস্তাটা ভালো করে করার দরকার ছিল। এছাড়াও রাস্তার কাজ অনেক দিন ধরে কাজ চলছে। আমাদের খুব ভোগান্তি হচ্ছে।
এসব অভিযোগ অস্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোঃ সাচ্চু দাবী করেন, তিনি সঠিক নিয়ম মেনে এবং মানসম্মত সামগ্রী দিয়েই কাজ করছেন।
তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান বলেন, এ বিষয়ে অফিসিয়ালি কথা বলবো। অফিসের বাইরে কোন কথা বলবো না। আপনি অফিসে আসেন। পরবর্তীতে তার অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তাকে আবারও ফোন দেয়া হলে তিনি বলেন, আমি অফিসের বাইরে চলে এসেছি। এখন কথা বলা যাবে না।
উপজেলা প্রকৌশলী জাকির হাসান বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে ইতিপূর্বে চিঠি দেয়া হয়েছে। এখন থেকে নির্মাণ কাজ তদারকির জন্য সবসময়ই একজন কর্মকর্তা উপস্থিত থাকবেন এবং এই কাজে কোন প্রকার অনিয়ম হলে কাজ বাতিলের জন্য সুপারিশ পাঠাবো।