ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ভাঙ্গন রোধে নদী শাসনের দাবীতে দৌলতদিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৯-০৯ ১৪:২৯:৫৫
ভাঙ্গন রোধে নদী শাসনের দাবীতে গতকাল ৯ই সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

ভাঙ্গন রোধে নদী শাসনের দাবীতে গতকাল ৯ই সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
  জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু’র উদ্যোগে দৌলতদিয়ার ৫ নং ফেরী ঘাট এলাকায় ‘পদ্মা পাড়ের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। 
  মানববন্ধন চলাকালে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আতিয়ার রহমান ও গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের প্রচার সম্পাদক শাহিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ ভাঙ্গন রোধে নদী শাসনের মাধ্যমে স্থায়ীভাবে সমস্যা সমাধানের দাবী জানান। স্থানীয় শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ