ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • রফিকুল ইসলাম
  • ২০২২-০৯-০৯ ১৪:৩১:০৬
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘নাগরিক কমিটি, রাজবাড়ী’র উদ্যোগে আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 
   নবগঠিত ‘নাগরিক কমিটি, রাজবাড়ী’র উদ্যোগে গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক কমিটির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা ও রাজবাড়ী পৌরসভার সাবেক কমিশনার আরবান আলী, রামকান্তপুরের রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মোল্লা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নিরক্ষরতা দূরে করে সকলকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সভা সঞ্চালনা করেন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম। আলোচনা সভার শেষে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটারগীতে বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ