ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী বাজারের দুই জন মাংসের দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-১৫ ১৪:১৩:১১

ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী বাজারের দুই জন মাংসের দোকানীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
   গতকাল ১৫ই সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারী আইনের বিধি অনুযায়ী দোকান ২টির মাংস বিক্রির সাথে সংশ্লিষ্টদের ‘উপযুক্ত চিকিৎসক কর্তৃক দেয়া সংক্রামক বা ছোঁয়াচে রোগ না থাকার প্রত্যয়নপত্র’ না থাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ এর ১৩ ধারায় দোকানী জলিল সর্দারকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- এবং আকবর শেখকে ৮ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দ- ঘোষণার পর তারা জরিমানার অর্থ পরিশোধ করে নিষ্কৃতি পান। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ শাকিল আহমেদ। রাজবাড়ী সদরের এফএআই শরিফুল ইসলাম ও পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
   এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম মাতৃকণ্ঠকে বলেন, সরকারী আইনের বিধি অনুযায়ী মাংস বিক্রির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকের উপযুক্ত চিকিৎসক কর্তৃক দেয়া সংক্রামক বা ছোঁয়াচে রোগ না থাকার প্রত্যয়নপত্র থাকতে হবে। নইলে তাদের মাধ্যমে সংক্রামক বা ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়তে পারে। এ বিষয়ে ইতিপূর্বে তাদেরকে নিয়ে প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে ২ দিনের কর্মশালা করা হয়। দ-প্রাপ্তরা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করে এবং সম্মানী ভাতার অর্থও নেয়। তারপরও তারা প্রত্যয়নপত্রের ব্যবস্থা করেনি। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ