ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
পাংশা উপজেলার ৩০ জন কৃষকের মধ্যে পাটের বীজ-সার ও কীটনাশক বিতরণ
  • শামীম হোসেন
  • ২০২২-০৯-২১ ১৫:১৮:৫২

পাট অধিদপ্তরের ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলার ৩০ জন কৃষকের মধ্যে পাটের বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। 

   পাংশা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এই পাটের বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়। এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন মোত্তালেব আলী, পাট অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন। 

   উল্লেখ্য, পাট অধিদপ্তরের উল্লেখিত প্রকল্পের আওতায় পাংশা উপজেলার আরও ৭০ জন কৃষকের মধ্যে এই পাটের বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হবে।   

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ