ঢাকা বুধবার, মে ১, ২০২৪
বহরপুর ও বালিয়াকান্দি বাজারের ৩টি মিষ্টির দোকান ও হোটেলের মালিককে জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-২১ ১৫:২৩:২০

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের তদারকি অভিযানে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও বালিয়াকান্দি বাজারের ৩টি মিষ্টির দোকান ও খাবারের হোটেলের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

   গতকাল ২১শে সেপ্টেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে বহরপুর বাজারের কুমারখালী দধি ও মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে বালিয়াকান্দি বাজারের মা রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে সুজন সুইটসের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী সেলিম মুন্সির মনোনয়ন প্রত্যাহার॥নির্বাচন যুদ্ধে ৮জন
মজলিশপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত
পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী  বুড়ো’র মোটর সাইকেল প্রতীকের পথসভা
সর্বশেষ সংবাদ