স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র ঢাকা বিভাগের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা কার্যক্রমের আওতায় সুশাসনের জন্য অংশীজনের অংশগ্রহণমূলক ত্রৈমাসিক ভার্চ্যুয়াল সভা গতকাল ২৯শে সেপ্টেম্বর বেলা ১১টায় জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়। রাজবাড়ীসহ ঢাকা বিভাগের ১৩টি জেলার অংশীজনেরা এতে অংশগ্রহণ করেন।
রাজবাড়ীর এলজিইডি ভবনের মরহুম কামরুল ইসলাম সিদ্দিকী সভা কক্ষ থেকে জেলার অংশীজনেরা এতে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার। রাজবাড়ী প্রান্ত থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, দৈনিক সংবাদ ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেন সভায় বক্তব্য রাখেন। এ সময় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী গোলাম রাব্বানী, গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সহ-সভাপতি ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন রয়েনসহ অংশীজনেরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, রাজবাড়ী এলজিইডির সার্বিক কর্মকান্ড অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। এ সকল কর্মকান্ড বাস্তবায়নের জন্য জেলার সকল সরকারী বিভাগসহ জেলায় বসবাসকারী সাধারণ জনগণ, ঠিকাদার, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলে সবসময় এলজিইডিকে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আজকে রাজবাড়ী জেলার উন্নয়নে এলজিইডি সে সকল প্রকল্প বাস্তবায়িত করেছে ও যে সকল প্রকল্পের কাজ বাস্তবায়নাধীন আছে সেগুলো এলজিইডির প্রকৌশলীগণের তত্ত্বাবধানে কাজের চুক্তি অনুযায়ী ঠিকাদারগণ শতভাগ মান বজায় রেখে কাজ করার চেষ্টা করেছেন। যাতে করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাসটেইনেবল ডেভলপমেন্টের ঘোষণা অধিকাংশ ক্ষেত্রেই বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এর মাধ্যমেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবো বলে আমি বিশ্বাস করি। এছাড়াও তিনি রাজবাড়ী জেলায় এলজিইডির সার্বিক কর্মকান্ড তুলে ধরাসহ রাজবাড়ী এলজিইডির পক্ষ থেকে সভার সভাপতিসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সভাপতিকে রাজবাড়ী জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান এবং রাজবাড়ী এলজিইডির সার্বিক কর্মকান্ড সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানান।