ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে আগামী ৭ই অক্টোবর থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল ২৯শে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে সভায় জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, বিআরডিবির জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-২ কামরুল হোসেন, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তা রফিকুল ইসলাম, আনসার ভিডিপির সার্কেল এডজুটেন্ট হাওয়া খাতুন, জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শচীন্দ্রনাথ সরকার, রাজবাড়ী বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন ফকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ইলিশ মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও সংরক্ষণের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।