ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
গোয়ালন্দের পদ্মার মোড় থেকে বাংলা মদসহ ৩জন গ্রেফতার
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-০৪ ১৪:৪৪:১৩

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন বিন্দুপাড়া এলাকার পদ্মার মোড় সংলগ্ন ব্রীজের উত্তরে স্পীড ব্রেকার এর পশ্চিম পাশে রাস্তার উপর হতে ৪৪ লিটার দেশীয় তৈরি বাংলামদসহ গতকাল ৪ঠা অক্টোবর দুপুরে ৩জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

  গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ পৌরসভার মৈছের মাতুব্বর পাড়ার মৃত হাকিম আলী শেখের ছেলে শহর আলী শেখ (৩৫), দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া (সৈদাল পাড়া) হাশেম সরদারের ছেলে লিটন সরদার(৩২) এবং জিতু মাতাব্বর পাড়ার মৃত নূরুদ্দিন খাঁ ছেলে কামাল খাঁ(৪০)।

  ডিবি পুলিশের অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে  গোয়ালন্দঘাট থানাধীন বিন্দুপাড়ার পদ্মার মোড় সংলগ্ন ব্রীজের উত্তরে স্পীড ব্রেকার এর পশ্চিম পাশের রাস্তার উপর হতে ৪৪ লিটার দেশীয় তৈরি বাংলামদ যার মূল্য অনুমান (৪৪হাজার টাকা) সহ ৩জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও জানান গ্রেফতার হওয়া ১নং আসামী শহর আলী শেখ এর বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং ২ নং আসামী লিটন সরদার এর বিরুদ্ধে ১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
কালুখালীতে কিশোর নীরব হত্যা মামলার রহস্য উদঘাটন॥গ্রেপ্তার-১
 রাজবাড়ীতে অটোর পার্কিং ফি ১০টাকা  ও প্লেট নম্বরের দাবীতে সংবাদ সম্মেলন
সর্বশেষ সংবাদ