দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভিতে রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আশিকুর রহমান।
আজ ৬ই অক্টোবর নতুন কর্মস্থলে যোগদান করেছেন তিনি। এর আগে আশিকুর রহমান জিটিভি ও সারাবাংলা ডট নেট এর রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬শে মার্চ রাজবাড়ী জেলার বহুল প্রচারিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আশিকুর রহমান। এছাড়াও তিনি অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী নিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজ টোয়েন্টিফোর, প্রিয় ডটকম ও দৈনিক কালবেলা পত্রিকায় কাজ করেছেন।
সময় টিভিতে যোগদান উপলক্ষে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন তিনি।