ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
স্মৃতি ইসলামের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন পালিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২২-১০-০৭ ১৭:৫৩:২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিমূলক পোস্ট ও সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার হওয়া সোনিয়া আক্তার স্মৃতি ওরফে স্মৃতি ইসলাম(৩৫) এর শাস্তির দাবিতে রাজবাড়ীর সর্বস্তরের জনগণের ব্যানারে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

  গতকাল ৭ই অক্টোবর বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

  মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব ও মামলার বাদী মোঃ সামছুল আরেফিন চৌধুরী, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, ছাত্রলীগ নেতা একেএম রিপন ও ছাত্রলীগ নেতা মোঃ জালাল আহাম্মেদসহ প্রমুখ। 

  বক্তরা বলেন, সোনিয়া আক্তার স্মৃতি ইসলাম আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে মাঝে মধ্যেই ফেসবুকে আজে বাজে পোস্ট দেয়। তার এত সাহস আসে কোথা থেকে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।তাই আইনগত ভাবেই তার  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর যদি আইনগত ভাবে তার শাস্তি না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। 

  প্রসঙ্গত,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানোর অপরাধে থানায় অভিযোগের পর বুধবার(৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী মহিলা দলের সদস্য ও রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পর দিন তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ