ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-০৭ ১৭:৫৫:২২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গতকাল ৭ই অক্টোবর পৃথক ২টি অভিযান চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাস্টার পাড়া এলাকা থেকে ২০০ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২জন ও বালিয়াকান্দি থানার নারুয়া ইউনিয়ন থেকে ২শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদককারবারী গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাস্টার পাড়া এলাকার মৃত কামরুল মন্ডল এর ছেলে সুমন মন্ডল(২২)  ও একই এলাকার জালাল শেখ এর ছেলে মোঃ শামীম শেখ (২৩)কে ২০০শত পিচ ইয়াবা ট্যাবলেট এবং অপর অভিযানে বালিয়াকান্দি থানার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি এলাকার একেএম শামসুল হক এর ছেলে মোঃ আব্দুল জব্বার(৩৯) ২০০শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে  হাতেনাতে আটক করা হয়। 

  জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী  জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামস্থ জনৈক মোহাম্মদ সিরাজের বাড়ির সামনে থেকে ২০০শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল জব্বার(৩৯) ও রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের সামসু মাস্টার পাড়া এলাকা থেকে সুমন মন্ডল(২২) ও মোঃ শামীম শেখ (২৩)কে ইয়াবাসহ  হাতেনাতে আটক করা হয়।

  এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানা ও গোয়ালন্দ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ