রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের তোছাদ্দক হোসেন গ্রাম উন্নয়ন সংঘের আয়োজনে স্থানীয় আতাহার হোসেন ডিগ্রী কলেজের মাঠে বঙ্গবন্ধু স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গত ৯ই অক্টোবর বিকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান। তোছাদ্দক হোসেন গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি আব্দুল্লাহ আল হুসাইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল, সাবেক সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস, সহ-সভাপতি কামরুজ্জামান খান, সরিষা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান ও কসবামাজাইল পুলিশ ক্যাম্পের আইসি রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে কুষ্টিয়া জেলা দল ৪-৩ গোলে নাটোর জেলা দলকে হারিয়ে জয়লাভ করে।