পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সাঃ) ১৪৪৪ হিজরী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গত ৯ই অক্টোবর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন।
আলোচক হিসেবে আলোচনা করেন পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম এবং জেলা ইমাম কমিটির সভাপতি ও ভাজনচালা হাফিজিয়া কওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ সিয়াম হোসাইন। নাতে রাসূল পরিবেশন করেন মাওলানা রইচ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ তায়্যিবি। এ সময় জেলার আলেম-ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম এবং ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ই রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবী(সাঃ) মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহ্তায়ালা হযরত মুহাম্মদ (সাঃ)কে ‘রহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। হযরত মুহাম্মদ(সাঃ) এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর জীবন ও আদর্শ চর্চা করতে হবে।