রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই অক্টোবর সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার সঞ্চালনায় সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, গোয়েন্দা সংস্থা এনএসআই’র নবাগত উপ-পরিচালক মোঃ কামাল আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজিপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু কায়সার খান তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু-সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এসএসসি পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয়েছে, এখন ব্যবহারিক পরীক্ষা চলছে। এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। আগামীকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া হবে। এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ে যতটা সম্ভব মিতব্যয়ী হতে হবে। মাদকের ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাসপোর্ট অফিস, বিআরটিএসহ সব সরকারী দপ্তরকে বলবো হাসি মুখে সেবা দিতে।