ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কমরেড ফরহাদের স্মরণে সিপিবি’র সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-১১ ১৫:১২:৩৭

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

  জেলা সিপিবির আয়োজনে গত ১০ই অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, অন্যান্যের মধ্যে জেলা সিপিবির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম মোঃ মোস্তফা, বাংলাদেশ জাসদের জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সম্পাদক কমরেড সুশান্ত কুমার রায়, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সদর উপজেলা সিপিবির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, গোয়ালন্দ উপজেলা সিপিবির সভাপতি মুজিবর রহমান, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ রিপন প্রমুখ বক্তব্য রাখেন। 

  বক্তাগণ বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন এক ক্ষণজন্মা বিরল প্রতিভা। চল্লিশ দশকের বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া ভারতের স্বাধীনতা, চীনের বিপ্লব এবং ১৯৪৮ সালের দিকে দিনাজপুরের তেভাগা আন্দোলন তার রাজনৈতিক মতাদর্শ তৈরীতে প্রভাব রাখে। এই সময়ে মোহাম্মদ ফরহাদ রাজনীতিতে প্রভাবিত হয়ে পড়েন এবং সমাজতন্ত্রের প্রতি আকর্ষিত হয়ে দিনাজপুর কমিউনিস্ট পার্টির সাথে সম্পৃক্ত হন। ১৯৫৫ সালে কমরেড মণি সিংহের সাথে তার প্রথম সাক্ষাৎ ঘটে। ঐ বছরই তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। দিনাজপুর জেলা পার্টি ১৭ বছর বয়সে বিশেষ বিবেচনায় তাকে পার্টির সদস্যপদ দেয়। ১৯৫৮ সালে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বে চলে আসেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের মূল ভূমিকা পালন করেন তিনি। কিশোর বয়সে ১৯৫১ সালে মোহাম্মদ ফরহাদ দিনাজপুরের কমিউনিস্ট ও কৃষক নেতৃবর্গের সংস্পর্শে আসেন। তাদের মধ্যে রয়েছেন হাজী মোহাম্মদ দানেশ, মির্জা নুরুল হুদা কাদের বক্স (ছোটি), অনিল রায়, দীপেন রায়, আসলেউদ্দিন, গুরুদাস তালুকদার, কম্পরাম সিং, ইন্দ্রমোহন, মির্জা আব্দুস সামাদ প্রমুখ। ১৯৬৬ সালে তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং ১৯৬৭ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৬৮ সালের অক্টোবর মাসে পার্টির প্রথম কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম প্রধান সংগঠক ও নেতা ছিলেন তিনি। ১৯৭২ সালের ৩০শে জানুয়ারী মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা তৎকালীন ঢাকা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর নিকট অস্ত্র সমর্পণ করে। ১৯৭৩ সালে পার্টির দ্বিতীয় কংগ্রেসে ৩৫ বছর বয়সে তিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার রাজনৈতিক ছদ্ম নাম ছিল ‘কবির’। তাকে বলা হতো ‘বাংলার লেনিন’। তার শাণিত ও যুক্তিপূর্ণ বক্তব্য সবার মনোযোগ আকর্ষণ করতো। তিনি ছিলেন রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার নিপুণ কারিগর। ‘ঐক্য ও সংগ্রাম’ ছিল তার একটি বড় কৌশল। তার ছিল সাংগঠনিক দক্ষতা ও সময়োপযোগী নির্ভুল ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। রাজনৈতিক কর্ম-কৌশল নির্ধারণে তিনি বিচক্ষণতার পরিচয় দিতেন। সিপিবির কেন্দ্রীয় অফিসে মোহাম্মদ ফরহাদের কক্ষটি ছিল স্বৈরাচার, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এবং গণতান্ত্রিক শক্তির তীর্থস্থানের মতো। ’৭০ এর নির্বাচনের পর তিনি বলেছিলেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সময় আসন্ন। ’৮৬ নির্বাচনের আগে স্বৈরাচারকে পরাস্ত করার কৌশল হিসেবে তিনি দিয়েছিলেন দুই নেত্রীর ১৫০-১৫০ আসনে নির্বাচন করার ফর্মূলা। ভীত হয়ে এরশাদ অধ্যাদেশ জারী করেছিলেন যে কোন প্রার্থী ৫টির বেশী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অনেকে তাকে ‘এরশাদের যম’ বলে অভিহিত করেছিলেন। ফরহাদ আশাবাদ ব্যক্ত করেছিলেন ২০০০ সালের মধ্যে বিপ্লব সংগঠিত করার'। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৭ সালের ৯ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের মস্কোয় তিনি মারা যান। সিপিবি ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ