ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
ফরিদপুরে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে দুই কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১২ ১৬:৩৫:৫৪

ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের ২জন কৃতি শিক্ষার্থীকে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ভরি ওজনের স্বর্ণপদক, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে। 

 গতকাল ১২ই ফেব্রুয়ারী সকাল ১১টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ নিয়ে দ্বাদশবারের মতো এই স্বর্ণপদক প্রদান করলো ফাউন্ডেশনটি। 

 স্বর্ণপদক পাওয়া দুই মেধাবী শিক্ষার্থীরা হলেন, মনিরা আক্তার (বি.এস.সি অনার্স) এবং খন্দকার ফকরুল আলম (এম.এস.সি)।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকারী রাজেন্দ্র কলেজের  অধ্যক্ষ প্রফেসর এস এফ আব্দুল হালিম ও বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, সরকারী রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মোঃ নুরুল আলম এবং প্রতিনিধি মিসেস লোন থোরসডাল রহমান।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ ফয়জুল হক। 

 অনুষ্ঠানে কলেজের গণিত বিভাগসহ অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে অতিথিরা আবুল ফয়েজ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন এবং তার নামে প্রতিষ্ঠিত এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন নিয়ে বক্তব্য রাখেন। 

 প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 স্বর্ণপদক পাওয়ার পর কৃতি শিক্ষার্থী মনিরা আক্তার এবং খন্দকার ফকরুল আলম তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও রাজেন্দ্র কলেজের পক্ষ থেকে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের কাছে গণিত শিক্ষা প্রসারের জন্য একটি নতুন ভবন নির্মাণের দাবী করা হয়।

 উল্লেখ্য, এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক, নগদ অর্থ ও বিভিন্নভাবে সহায়তা করে আসছে। আর এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষালাভে উৎসাহ ও উদ্দীপনা যোগাচ্ছে। এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য হলো উন্নত শিক্ষার প্রসার বিশেষ করে গণিতের উপর জোর দেওয়া।

 

গুলশান থানার গণি হত্যা মামলায় রাজবাড়ীর সাবেক দুই এমপি ও সাবেক বিচারক আসামী
 রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ঈদুল ফিতরের পর বাড়ছে সব ধরণের সবজির দাম
সর্বশেষ সংবাদ