আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এনজিও মুক্তি মহিলা সমিতির আয়োজনে গতকাল ১১ই অক্টোবর বিকালে প্রথমে সংস্থার কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর মুক্তি মহিলা সমিতির কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, অন্যান্যের মধ্যে দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু ও কো-অর্ডিনেটর আঁখি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী কন্যা শিশুদের মধ্যে পুরস্কার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।