ঢাকা বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
গোয়ালন্দ বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালী-আলোচনা সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৬-০১ ১৬:০৩:২৩

 বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১লা জুন র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 এর আগে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মাধবী সরকারসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্কুল শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক ব্যবহারে দেহের ক্ষতি ছাড়া কোন উপকার নেই। তামাক মুক্ত ও নিয়ন্ত্রণ রাখতে সরকারী সকল দপ্তরের পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

পাংশা উপজেলার ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
চন্দনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল  এন্ড কলেজের ৬ শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা
সর্বশেষ সংবাদ