রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব গতকাল ১১ই অক্টোবর মদাপুর ইউনিয়নের গড়িয়ানা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষকদের উদ্দেম্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপারে ধমক দেওয়া যাবে না। মানসিক চাপ দেয়া যাবে না। আনন্দ সৃষ্টি করে আন্তরিকভাবে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজিনা খাতুনসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।