রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৫ গতকাল ১৪ই জানুয়ারী সকালে উপজেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের এডহক কমিটির আহবায়ক এস.এম আবু দারদা কাউন্সিলে সভাপতিত্ব করেন।
পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও বাংলাদেশ স্কাউটসের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি পদে মুহাম্মদ আবু মুসা আশয়ারী, রাশেদা খাতুন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ খায়রুল ইসলাম ও মিলনুজ্জামান খান, উপজেলা কমিশনার পদে মোঃ শামসুল আলম, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ জাকির হোসেন, সম্পাদক পদে মুহাম্মদ শাহাদত আলী, যুগ্ম সম্পাদক পদে কাজী শামসুল হক (কাজী সোহেল), উপজেলা স্কাউট লিডার পদে মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কাব স্কাউট লিডার পদে মোঃ সাইফুল ইসলাম, গ্রুপ ইউনিটের সভাপতি পদে মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ শামসুল আলম, আবুল কালাম আজাদ ও মোঃ সিরাজুল ইসলামের নাম প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত পদে সংশ্লিষ্ট শিক্ষদের কমিটিতে মনোনীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।