ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-১৪ ১৪:৪৯:২৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা গতকাল ১৪ই জানুয়ারী বেলা ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
 এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক শেখসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস জানান, আগামী ৪ ও ৫ই ফেব্রুয়ারী ২দিনব্যাপী দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
 সভায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় উল্লেখ করেন অতিথিবৃন্দ।

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ