ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
কালুখালীতে জেলা পরিষদের সদস্য প্রার্থী খায়েরের ব্যাপক গণসংযোগ
  • ফজলুল হক
  • ২০২২-১০-১২ ১৪:০২:১৫

রাজবাড়ী জেলা পরিষদের আসন্ন নির্বাচনে ৫নং সাধারণ ওয়ার্ডের(কালুখালী উপজেলা) সদস্য পদপ্রার্থী খায়রুল ইসলাম খায়ের তার অটোরিক্সা প্রতীকে ভোট চেয়ে ভোটারদের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

  তিনি কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তিনি কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভোট প্রার্থনা করে চলেছেন। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ১২ই অক্টোবর সকালে তিনি মৃগী ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন।

  এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে বলেন, নির্বাচিত হলে বিগত দিনের ন্যায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পরামর্শ ও সহযোগিতায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।  

ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের ৫ম বর্ষে পদার্পণে আলোচনা সভা-শিক্ষা বৃত্তি প্রদান
 পাংশায় মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার নতুন ভবন উদ্বোধন
সর্বশেষ সংবাদ