ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
গোয়ালন্দে যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-১০-১২ ১৪:০৩:৪৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১২ই অক্টোবর দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাজনীন নাহার নীরা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার জুলফিকার আলী, চিকিৎসক সৌরভ কুমার বিশ্বাস, এনজিও মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম ও পায়াক্টের ম্যানেজার মজিবুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ যৌনবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। 

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ