আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা গতকাল ১৩ই অক্টোবর সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলের মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করে।
এ সময় তারা গ্যাসের সিলিন্ডার ও অন্য কোনো দাহ্য পদার্থ হতে আগুন লাগলে তা নেভানোর বিভিন্ন কলা-কৌশল, হতাহতদের উদ্ধার এবং ভূমিকম্পের সময়ে করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরে। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোখলেছুর রহমান, টিম লিডার সাদেকুল ইসলামসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ এই মহড়া উপভোগ করেন।