ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোক দিবস পালিত
  • মনির হোসেন
  • ২০২০-০৮-১৬ ১৬:৪৩:৩৫
কালুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গত ১৫ই আগস্ট সকালে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষে গত ১৫ই আগস্ট সকালে প্রেসক্লাবে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সহ-সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক উরমান মন্ডল, অর্থ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরশেদ আলী বিশ^াস, আশিক মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ