ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-০৮ ১৬:১৬:৫১

 রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও নিমতলা বাজারের ২টি হোটেলে গতকাল ৮ই মে বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ এবং শাহেদ খান। 
 জানা গেছে, রাজবাড়ী জেলায় বিভিন্ন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ হোটেল ও রেঁস্তোরা আইন ২০১৩ এর ৭ ধারা লঙ্ঘনে অপরাধ স্বীকার করায় দুইটি হোটেল মালিককে ২হাজার টাকা জরিমানা করা হয়।
 অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মানিক মিয়া ও জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

 

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ