রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কেন্দ্রীয় মন্দির ও মহাশ্মাশানে ৩২ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠান গতকাল ৮ই মে সন্ধ্যায় পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
পরিদর্শকালে তিনি সংকীর্তনে আগত ভক্তবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল মন্ডল, শ্রমিক দলের দপ্তর সম্পাদক রুবেল হোসেন, জিয়া মঞ্চের সভাপতি নান্নু বিশ্বাস, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।