ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
দৌলতদিয়ায় জেলেদের মধ্যে সরকারী খাদ্য সহায়তা কর্মসূচীর চাল বিতরণ
  • আবুল হোসেন/মইনুল হক মৃধা
  • ২০২২-১০-১৩ ১৪:৫৮:৪৭

মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নিবন্ধিত ৫৬৯ জন জেলের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

   গতকাল ১৩ই অক্টোবর সকালে ইলিশ সম্পাদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, ইউপি সদস্য জামাল মোল্লা, কাশেম আলী, গফুর  খান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চম্পা আক্তার, নুরজাহান বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

   চাল বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, ইলিশ রক্ষায় সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময়ে জেলেদের খাদ্য সহায়তার জন্য এই চাল দেয়া হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কেউ নদীতে নামবেন না। ইলিশ মাছ ধরতে গিয়ে প্রশাসনের কাছে ধরা পড়লে কোনো ছাড় পাবেন না। 

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ