ঢাকা বুধবার, আগস্ট ৬, ২০২৫
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আরুজের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ
  • মোক্তার হোসেন
  • ২০২২-১০-১৯ ১৪:৫৩:৩৩

রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের সাথে গত ১৮ই অক্টোবর পাংশা শহরস্থ তার নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব) মোঃ মানিকহার রহমান। 

  সৌজন্য সাক্ষাৎকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাজবাড়ী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আবু ইউসুফ মোল্লা ও সিএ মোঃ শাহজাহান খান তার সঙ্গে উপস্থিত ছিলেন।

  জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকল মোরশেদ আরুজের সাথে সৌজন্য সাক্ষাৎ করে রাজবাড়ী জেলা পরিষদের বর্তমান সার্বিক উন্নয়ন কর্মকান্ড বিষয়ে অবহিত করেন।

  জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ সবার সাথে সমন্বয় করে স্বচ্ছতার সাথে জেলা পরিষদের কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজবাড়ীতে জিয়া মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল
সর্বশেষ সংবাদ