রাজবাড়ীতে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের আগমন উপলক্ষে আলোচনা সভা গত ৩রা আগস্ট বিকেলে পৌর শহরের সজ্জনকান্দা এলাকায় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ বক্তব্য রাখেন।
এ সময় জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ আনিসুর রহমান মাসুদের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ফারুক, যুগ্ম আহ্বায়ক শেখ রঞ্জু আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন অপু, আলমগীর হোসেন মুক্তি, আসাদুজ্জামান রিপন, মোঃ ইদ্রিস খান, আব্দুস সালাম, পাংশা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, গোয়ালন্দ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আজাদ শেখ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, বালিয়াকান্দি উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ নান্নু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ অহিদ মন্ডল, কালুখালী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বাবলা ও সিনিয়র সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রাজবাড়ীতে জিয়া মঞ্চের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।