ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী সদর উপজেলার মূলঘরে ছোট ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পর বড় ভাইয়ের মৃত্যু
  • আশিকুর রহমান
  • ২০২২-১০-১৯ ১৪:৫৬:৫৪

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পূর্ব মূলঘর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মোল্লা(৭০) বার্ধক্যজনিত কারণে গত ১৮ই অক্টোবর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। 

  তিনি রাজবাড়ীর অংকুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন ভাইস প্রিন্সিপাল এবং গোয়ালন্দ মোড়ের আলহাজ্ব নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

  গতকাল ১৯শে অক্টোবর বেলা ১১টার দিকে নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাকে দাফন করার কয়েক ঘণ্টা পর বিকাল ৪টার দিকে তার আপন বড় ভাই স্থানীয় কুটিরহাট বাজারের পল্লী চিকিৎসক আব্দুল লতিফ মোল্লা(৭৩) মারা যান। কাছাকাছি সময়ে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ