করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ১৪৫ দিন বন্ধ থাকার পর ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ নামক রাজশাহী-রাজবাড়ীর কালুখালী-গোপালগঞ্জের গোবরা রুটের জনপ্রিয় আন্তঃনগর ট্রেনটি গতকাল রবিবার থেকে ফের চালু হয়েছে। এতে এ অঞ্চলের ট্রেন যাত্রীদের স্বস্তি ফিরে এসেছে।
কালুখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জয়ব্রত সাহা জানান, করোনা পরিস্থিতির কারণে গত ২৫শে মার্চ থেকে দেশব্যাপী লকডাউন শুরু হলে টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের আলোকে গতকাল ১৬ই আগস্ট থেকে ফের ট্রেনটি চালু হয়েছে।
সময়সূচী অনুযায়ী, প্রতিদিন বিকাল ৩টা ৩০মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার গোবরা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কালুখালী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে ৩মিনিটের যাত্রা বিরতি শেষে রওনা দিয়ে রাত ১০টা ২৫মিনিটে গোবরা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ফিরতি যাত্রায় সকাল ৬টা ৩০মিনিটে গোবরা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এসে ৯টা ৫মিনিটে কালুখালী রেলওয়ে স্টেশনে পৌঁছে ৫মিনিটের যাত্রাবিরতি শেষে রওনা দিয়ে ১টা ১০মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। যাত্রীর সংখ্যা অনুযায়ী যাত্রা বিরতির সময় ২/১ মিনিট হেরফের হতে পারে। করোনার সংক্রমণ রোধে ট্রেনটির ৫০ শতাংশ আসনের টিকেট অনলাইনে বিক্রির কথা থাকলেও আমাদের এখানে কম্পিউটার না থাকায় আমরা হ্যান্ড টিকেটই বিক্রি করছি। বাকী ৫০ শতাংশ আসন ফাঁকা থাকবে।
গতকাল রবিবার সন্ধ্যায় এ ব্যাপারে কালুখালী স্টেশনে অবস্থান করাকালীন সময়ে ট্রেনের পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, সরকারী সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে যাত্রী সাধারণ ট্রেনে যাতায়াত করবে। মাস্ক ছাড়া কোনো যাত্রী ট্রেনে যাতায়াত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রী সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আমরা সকলকে স্বাস্থ্য বিধি মেনে ট্রেন ভ্রমণের জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য, রাজশাহী-রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট রুটের ‘মধুমতি এক্সপ্রেস’ নামে আরেকটি আন্তঃনগর ট্রেন করোনা পরিস্থিতির মধ্যেও চলাচল করে আসলেও রাজবাড়ী জেলার অংশের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া এলাকার রেললাইন বন্যার পানিতে ডুবে যাওয়ায় গত প্রায় এক মাস ধরে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্যায় প্লাবিত রেললাইন থেকে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না হওয়া পর্যন্ত রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৩০ কিলোমিটার অংশে ট্রেনটির চলাচল সম্ভব হবে না।