ঢাকা রবিবার, জুলাই ১৩, ২০২৫
রাজবাড়ীর পর্যটন এলাকা পদ্মাপাড়ে জেলা প্রশাসকের উদ্যোগে বৃক্ষরোপণ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৫-০৭-১২ ১৫:৩০:২৬

 রাজবাড়ী জেলা প্রশাসকের উদ্যোগে শহরের গোদার বাজার পর্যটন এলাকায় পদ্মাপুলকের সংলগ্ন সৌন্দর্যবর্ধন ও নদী ভাঙ্গন রোধের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।
 গতকাল ১২ই জুলাই সকালে এই বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 এ সময় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)পায়রা চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমরা গোদার বাজার পর্যটন এলাকায় ও পদ্মাপুলক সংলগ্ন সৌন্দর্যবর্ধন ও নদী ভাঙ্গন রোধের লক্ষ্যে বৃক্ষরোপণ করেছি। আমরা এই স্থানগুলোতে কৃষ্ণচূড়া, কদম, জারুল, রাধাচূড়া, সোনালুসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করলাম। এখন বর্ষাকাল বৃক্ষ রোপণের এখনই উপযুক্ত সময়। সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছ পরিবেশের ভ্যারসাম্য রক্ষা করে। সবারই উচিত বাড়ীতে বা বাড়ীর আশেপাশে গাছ লাগানো।

 

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা ঃ দেশব্যাপী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ
রাজবাড়ীর পর্যটন এলাকা পদ্মাপাড়ে  জেলা প্রশাসকের উদ্যোগে বৃক্ষরোপণ
পাংশার কসবামাজাইলে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী বাবুল অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ