রাজবাড়ী জেলার কালুখালীতে অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশী মদসহ আকাশ আলী(২৩) নামে ১ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গতকাল ১১ই জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালুখালীর দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকাশ আলী কুষ্টিয়া সদর উপজেলার দৌলতখান গ্রামের মিন্টু রহমানের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার টিম অভিযান পরিচালনা করে গতকাল ১১ই জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালুখালী উপজেলার দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আকাশ আলীকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।